|
প্রিন্টের সময়কালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জানুয়ারি ২০২৫ ০৩:২৫ অপরাহ্ণ

সহকারী কাজী মামুনের বিরুদ্ধে কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভূয়া তালাকনামা তৈরী থানায় অভিযোগ। 


সহকারী কাজী মামুনের বিরুদ্ধে কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভূয়া তালাকনামা তৈরী থানায় অভিযোগ। 


ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 


নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোগড়াপাড়া ইউনিয়নে সহকারী কাজী মামুনের বিরুদ্ধে কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভূয়া তালাকনামা তৈরী করায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী মিথিলা আক্তার।
 


অভিযোগ সুএে জানা যায় মিথিলা আক্তার (২১), পিতা- মনোয়ার হোসেন, স্বামী, মোঃ মিজান ওরফে লুঙ্গি মিজান, গ্রাম-লেবুছাড়া, ইউপি-মোগরাপাড়া, খানা সোনারগাঁ জেলা, নারায়নগঞ্জ থানায় হাজির হইয়া আসামী ১। মামুন (৪০), পিতা- জলিল মেয়ার গ্রাম মুক্তিশপুর ২। মোঃ মিজান ওরফে লুঙ্গি মিজান (২৬), পিতা-মোহামাদ আলী গ্রামঃ দিয়াপাড়া সোনারগাঁ পৌরদজ্য, খানা- সোনারগাঁও, জেলা নারায়নগঞ্জ -দের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিগত ইং ২২/৪/২০২৪ তারিখ রেজিষ্ট্রি কাবিননামা মূলে ০২ নং আসামীর সহিত আমার বিবাহ হয়। ২নং আসামী মিজান আমাকে মানুষিক শারিরীক ভাবে অত্যাচার করে এবং যৌতুকের জন্য আমাকে প্রায় প্রতিদিনই আমাকে মারধর ও অকথ্য ভাষায় গালাগালি করত। তারপর আমি আমার বাবার বাড়ি সোনারগাঁ থানাধীন সাকিনস্থ লেনুষাড়া চলে যাই।

আমি বিজ্ঞ আদালতে যৌতকের জন্য গত ইং ১৪/১১/২০২৪ তারিখ আমার স্বামী মিজান ওরফে লুঙ্গি মিজান এর বিরুদ্ধে মামলা দায়ের করি বিজ্ঞ আদালতের মামলা নং ডি আর ৭১৪/২০২৪, কিছু দিনপর ২নং আসামীকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করে। গত ইং ২৭/১১/২০২৪ তারিখ ১নং আসামী মামুন আমায় কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভূয়া তালাকনামা তৈরী করিয়া আদালতে প্রেরন করলে ২নং আসামী মিজান ওরফে লুঙ্গি মিজান আদালত থেকে জামিন প্রাপ্ত হইয়াছে, উপরোক্ত ১নং আসামী মামুন আমার কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভুয়া তালাকনামা তৈরী করার কারনে আমি চিন্তিত ও হতাশাগ্রস্থ হয়ে পড়েছি।

এবিষয়ে অভিযুক্ত সহকারী কাজী মামুনের কাছে সাংবাদিকরা কাবিননামার ভলিউম চেক করতে চাইলে তিনি ভলিয়ম হারিয়ে গেছে  বলে জানান সঠিক কোন তথ্য  প্রমাণ দেখাতে পারেনি।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এম বারী জানান এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫