|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ অক্টোবর ২০২৩ ০৩:৫২ অপরাহ্ণ

ইসরায়েলের পাশে আছে যুক্তরাজ্যঃ ঋষি সুনাক


ইসরায়েলের পাশে আছে যুক্তরাজ্যঃ ঋষি সুনাক


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার ইসরায়েল সফরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইতিমধ্যে তিনি ইসরায়েলে পৌঁছেছেন বলে আজ বৃহস্পতিবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।

তেল আবিবে ঋষি সুনাক বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের পাশে আছে যুক্তরাজ্য। এসময় তিনি গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের চালানো হামলা নিয়ে কথা বলেন। সুনাক বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা সন্ত্রাসবাদের ভয়ানক এবং অব্যক্ত কর্মকাণ্ড। 


ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে সুনাকের। এনিয়ে সুনাক জানান, তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন। 

টানা ১৩ দিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এরই মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। এরপরেই সংঘর্ষ চলছেই। সহসাই এ সংঘাত বন্ধ হচ্ছে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।


 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫