ভারত হাসিনাবিরোধী জনরোষ সম্পর্কে অবগত ছিল: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক:-
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন, শেখ হাসিনার সরকারের পতনের আগে বাংলাদেশে হাসিনাবিরোধী জনরোষ তৈরি হওয়ার ব্যাপারে ভারত অবগত ছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যদের সঙ্গে শনিবার এক বৈঠকে এই কথা জানান জয়শঙ্কর। তবে তিনি বলেন, শেখ হাসিনার ওপর ভারত অনেক বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম ছিল না, ফলে ভারত 'পরামর্শ' দেওয়ার বাইরে তেমন কিছু করার পরিস্থিতিতে ছিল না। খবর: দ্য হিন্দু।
বৈঠকে ভারতীয় পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর, যেমন বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর ইঙ্গিত দেন যে, বাংলাদেশের ভেতরের পরিস্থিতি সম্পর্কে ভারত অন্যান্য প্রধান অংশীদারদের মতো অবগত ছিল। এ বিষয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন।
ভলকার টুর্ক সম্প্রতি বিবিসির এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সেনাবাহিনীকে দমন-পীড়নে অংশ না নিতে সতর্ক করেছিল জাতিসংঘ। তিনি আরও বলেন, "আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা এতে জড়িত হয়, তবে তারা আর শান্তিরক্ষী পাঠানোর দেশ হতে পারবে না।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫