শীতার্থ মানুষের পাশে দাঁড়ালেন বন্দর মডেল প্রেস ক্লাব....
ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
প্রচারণা নয়, সেবাই হোক আমাদের অঙ্গীকার এই মনোবলকে সামনে রেখে বন্দর মডেল প্রেসক্লাবের নিজস্ব অর্থায়নে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সামনে থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বন্দর মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে আহবায়ক কমিটির আহবায়ক এস এম শাহিনা আহমেদের সভাপতিতে সিদ্ধান্ত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ কবির হোসেন, বন্দর প্রেস ক্লাবের কার্যকরী সদস্য প্রবীণ সাংবাদিক জিএম মজনু। বন্দর মডেল প্রেসক্লাবের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক মান্নান খান বাদলের সঞ্চালনায় প্রায় শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ টেলিভিশনের চেয়ারম্যান শাফায়েত ভূইয়া ও তার একটি সঙ্গবদ্ধ সাংবাদিকদের বিশেষ টিম।
এ সময় বন্দর মডেল প্রেসক্লাবের মোঃ আরিফুল ইসলাম আহমদ আলী, উজ্জল সরকার, জিয়াবুর রহমান জিয়া, মোহাম্মদ কিতাব আলী, শ্যামর চন্দ্র দাস, ইমতিয়াজ আহমেদ বিপ্লব, সাংবাদিক ও অ্যাডভোকেট মুন্নি আক্তার, আলমগীর হোসেন প্রমূখ। প্রতি বছরের ন্যায় এবারো বন্দর মডেল ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে পেরে ক্লাবের সদস্যবৃন্দরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫