|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৪ ০২:৪৮ অপরাহ্ণ

গয়েশ্বর চন্দ্র রায়কে নাশকতার ছয় মামলায় আগাম জামিন


গয়েশ্বর চন্দ্র রায়কে নাশকতার ছয় মামলায় আগাম জামিন


বাংলাদেশের বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নাশকতার ছয় মামলায় আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার (২২ জানুয়ারি ২০২৪) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৫ মার্চ পর্যন্ত জামিন দিয়ে এরপর সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

আদালত জামিন আদেশের পর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "আমি বিচারপতিদের কাছে কৃতজ্ঞ। তারা আমার জামিন আবেদন মঞ্জুর করেছেন।"

গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর ২০২৩ বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানায় ছয়টি মামলা করা হয়েছিল। এসব মামলার অভিযোগে তিনি আগামী ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত জামিন পেয়েছেন।

গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির একজন প্রবীণ নেতা। তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫