|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৫ ০৯:৫১ অপরাহ্ণ

অর্ধশতাধিক নেতাকর্মীসহ ছাত্রদলে যোগ দিলেন সাবেক শিবির নেতা রুবেল


অর্ধশতাধিক নেতাকর্মীসহ ছাত্রদলে যোগ দিলেন সাবেক শিবির নেতা রুবেল


খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।


রবিবার (২৩ নভেম্বর) রাতেই কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি-সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা যোগদান করেন।

 

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

স্বাগত বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, “যারা শিবির থেকে বিএনপির ছাত্র সংগঠনে যোগ দিয়েছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এতে দলের চলমান আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে।”
 

ছাত্রদলে যোগ দেওয়া সাবেক শিবির নেতা মো. রুবেল জানান, শিবির ও জামায়াতের কিছু কর্মকাণ্ড নিয়ে তার মনে প্রশ্ন দেখা দেওয়ায় সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন,
“জীবনের অনেকটা সময় ভুল পথে ব্যয় করেছি। এখন ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে চাই। সবাইকে বিএনপির পক্ষে কাজ করার অনুরোধ করছি।”
তিনি আরও দাবি করেন, যোগদানের পর থেকে নানা ধরনের হুমকির মুখেও পড়ছেন।

 

২০১২ সালে নবম শ্রেণিতে থাকাকালে শিবিরের সঙ্গে যুক্ত হন রুবেল। রামগড় উপজেলা থেকে শুরু করে পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন।
 

এর আগে গত ২২ নভেম্বর রাতেও গুইমারা উপজেলায় জামায়াত ও শিবিরের প্রায় ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—গুইমারা জামায়াতের নেতা মো. কামাল উদ্দিন এবং ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা প্রচার সম্পাদক রবিউল ইসলাম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫