|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের সামনে প্রাইভেট হাসপাতাল মালিকদের মানববন্ধন


ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের সামনে প্রাইভেট হাসপাতাল মালিকদের মানববন্ধন


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের কাজী নজরুল ইসলাম রোডে অবস্থিত পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতি হয়রানি বন্ধ, লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দ্রুত প্রদানের দাবি জানান।
 

কর্মসূচিতে সংগঠনের জেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ও প্রান্ত হাসপাতালের কর্ণধার মুনসুর আলম চন্দন নেতৃত্ব দেন।
 

নেতৃবৃন্দ বলেন, “হাসপাতাল ও ক্লিনিকগুলো মানুষের জীবন রক্ষার সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু নানান জটিলতার কারণে আমাদের নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সরকারি সংস্থাগুলোর সহযোগিতা বাড়ানো জরুরি।”
 

তারা আরও দাবি করেন, হয়রানি বন্ধ করে দ্রুত ছাড়পত্র ও লাইসেন্স প্রদান নিশ্চিত করা হলে প্রাইভেট স্বাস্থ্যসেবা খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫