এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা, ভারত কি সরে দাঁড়াচ্ছে?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মে ২০২৫ ০২:৪৪ অপরাহ্ণ   |   ৯৪ বার পঠিত
এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা, ভারত কি সরে দাঁড়াচ্ছে?

স্পোর্টস ডেস্ক:-

 

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপড়েন কিছুটা প্রশমিত হলেও, ক্রিকেট মাঠে সেই উত্তাপ এখনো কমেনি। এশিয়া কাপকে ঘিরে ফের তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়া কাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। বিসিসিআই এরই মধ্যে মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-কে বিষয়টি জানিয়েছে বলেও দাবি করেছে তারা।
 

তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এ তথ্য অস্বীকার করা হয়েছে। বোর্ডের সচিব দেবজিত শইকিয়া জানিয়েছেন, এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। তার ভাষায়, "সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে যে খবর ছড়িয়েছে, ভারত নাকি পুরুষ ও নারী এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে—এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এসিসিকেও কিছু জানানো হয়নি। এখন আমাদের প্রধান লক্ষ্য আইপিএল শেষ করা এবং ইংল্যান্ড সফরের প্রস্তুতি।"
 

তবে শইকিয়া ভারত এশিয়া কাপে খেলবে কি না, সেই বিষয়েও স্পষ্ট কিছু বলেননি।
 

ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, শুধু পুরুষদের টুর্নামেন্টই নয়, জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও ভারত সরে দাঁড়াচ্ছে। পুরুষদের এশিয়া কাপের সূচি অনুযায়ী, সেপ্টেম্বরে টুর্নামেন্টটি ভারতে হওয়ার কথা, যেখানে পাকিস্তানের ম্যাচগুলো হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, “ভারত এমন কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারে না, যার আয়োজক এসিসি এবং যার নেতৃত্বে রয়েছেন একজন পাকিস্তানি মন্ত্রী।”
 

ভারতের সম্ভাব্য অনুপস্থিতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সনি স্পোর্টস নেটওয়ার্ক ১৭ কোটি মার্কিন ডলারে (প্রায় ২ হাজার ৭১ কোটি টাকা) আগামী চার এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কিনেছে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিটি আসরে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ থাকার কথা। ভারত না খেললে সেই চুক্তি বাতিলের মুখে পড়তে পারে এবং এসিসি বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।
 

এখন দেখার বিষয়, চূড়ান্তভাবে ভারত অংশ নিচ্ছে কি না—তা নিয়ে বিসিসিআই কবে আনুষ্ঠানিক অবস্থান জানায়।