উত্তরায় বিজিবির সতর্ক অবস্থান: ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা প্রেস নিউজ
রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত বিক্ষোভের মুখে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও সতর্ক অবস্থান নিয়েছে।
শনিবার (৩ আগস্ট) বেলা ১২টা ২৫ মিনিটে পাঁচটি গাড়িতে করে বিজিবি সদস্যরা উত্তরার বিএনএস সেন্টারের সামনে এসে পৌঁছান। এর আগে থেকেই এলাকায় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। বিএনএস সেন্টারের সামনে ও বিপরীত পাশের সড়কে প্রায় শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)ও সঙ্গে রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মার্কেটের সামনে প্রধান সড়কের পাশে এপিসি রাখা হয়েছে। মার্কেটের বিভিন্ন প্রান্তে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। উত্তরা পশ্চিম থানার বেশকিছু গাড়ি মার্কেটের পেছনের সড়কগুলোতে অবস্থান করছে। সকালে ১১টা ১৫ মিনিটে উত্তরা বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছিলেন। এ সময় অস্ত্রসহ পুলিশ সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ গতকাল শুক্রবার (২ আগস্ট) রাতে জানিয়েছেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫