ইয়েমেনের বন্দর নগর এডেনে নৌকা ডুবে ৩৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেনের বন্দর নগর এডেনে নৌকা ডুবে অন্তত ৩৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ১০০ জন। গতকাল সোমবার এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। নৌকার যাত্রীদের সবাই ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ সোমালিয়া, জিবুতি, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার নাগরিক।
এডেনের রুদুম জেলার প্রশাসনিক পরিচালক হাদি আল-খুরমা বলেন, ‘জেলে এবং স্থানীয় লোকজনের সহায়তায় এই ৩৮ জনের মরদেহ এবং ৭৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জীবিতরা জানিয়েছেন, তাদের সঙ্গে নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনও নিখোঁজ।’ নিখোঁজদের সন্ধানে তল্লাশী কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উন্নত জীবনের আশায় তুরস্ক ও লিবিয়ার পাশপাশি ইয়েমেনের এডেন বন্দরের সাগরপথও ব্যবহার করছে অভিবাসনপ্রত্যাশীদের অনেকে। এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। জাতিসংঘের তথ্য অনুসারে, গত বছর হর্ন অব অফ্রিকা থেকে এডেন বন্দরে এসেছেন অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫