নির্মাণ কাজে পোড়ানো ইটের বিকল্প হিসাবে ব্লকের ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয় কর্তৃক বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহের সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্মাণ কাজে পোড়ানো ইটের বিকল্প হিসাবে ব্লকের ব্যবহার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ ২১শে মে বুধবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারী দপ্তর, ব্লক প্রস্তুতকারী, মেশিনারি নির্মানকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫