|
প্রিন্টের সময়কালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

‘গণধর্ষণের’ হুমকি দেওয়া ছাত্র সাময়িক বহিষ্কার


‘গণধর্ষণের’ হুমকি দেওয়া ছাত্র সাময়িক বহিষ্কার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকির ঘটনায় প্রক্টরিয়াল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ শাস্তি প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। পাশাপাশি বিষয়টি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে প্রেরণ করা হয়েছে।
 

প্রসঙ্গত, গত সোমবার (১ সেপ্টেম্বর) তিন বাম সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলমের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলে আলী হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”
 

পরে অবশ্য আলী হোসেন ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে তার পূর্বের ফেসবুক পোস্টগুলোতে জামায়াতের কর্মসূচিতে অংশগ্রহণ এবং শিবিরপন্থী মন্তব্য লক্ষ্য করা গেছে। যদিও শিবির জানিয়েছে, আলী হোসেন তাদের সংগঠনের কেউ নন; তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দলের কর্মসূচিতে অংশ নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫