|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৪:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ অক্টোবর ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আঃলীগের ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা


ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আঃলীগের ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতা–কর্মীর নামে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে  মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ বাদী হয়ে আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও দুই থেকে তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

 

আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মোমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা পরিষদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব, ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, আব্দুল গফুর ও আব্দুর রাজ্জাক মিলন, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু, চিনু মিয়া প্রমুখ।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতে আসামিরা হামলা করেন। তাঁরা হত্যার উদ্দেশ্যে মারধর করে জনসাধারণকে গুরুতর জখম করেন। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুকুম দেওয়ার অভিযোগও আনা হয়েছে। 

 

এদিকে গতকাল বুধবার আটক উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী হককে (২৫) এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নাজমুল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫