|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০৮:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৯ অপরাহ্ণ

টেকনাফ থেকে নৌকাসহ চার জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি


টেকনাফ থেকে নৌকাসহ চার জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি


মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজারের টেকনাফের নাফ নদী মোহনায় মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি চার জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে।
 

মঙ্গলবার, বেলা ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের নৌকাসহ অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে রয়েছেন টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকা মাঝি মো. হাছান (৩০), আবদুর রকিম (২০), মো. জাবের (২৬), এবং মো. হাছান (১৬)।
 

টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌ-ঘাটের সভাপতি বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে তারা প্রতিদিনের মতো মাছ ধরতে গেলে মিয়ানমারের আরাকান আর্মি নৌকাসহ তাদের অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় জেলে পল্লী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
 

টেকনাফ বিজিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, তারা খবর পেয়েছেন যে, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে নাফ নদী থেকে নৌকাসহ চার জন জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি। এ ঘটনার কারণ খতিয়ে দেখছে তারা এবং জেলেদের দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিনি জেলেদের অপহরণের বিষয়টি শুনেছেন এবং তাদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
 

এটি নতুন ঘটনা নয়, এর আগে ২০২৩ সালের ৬ অক্টোবর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৫৮ জন জেলে ও ৬টি মাছ ধরার ট্রলার অপহরণ করেছিল মিয়ানমারের নৌবাহিনী। এ সময় মিয়ানমারের নৌবাহিনীর টহল স্পিড বোট থেকে গুলি চালানো হলে, তিন জেলে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। পরে, বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় কঠোর প্রতিবাদ জানানো হয়েছিল।
 

আরও উল্লেখযোগ্য যে, ১৫ অক্টোবর ২০২৩, মিয়ানমারের রাখাইনে আটক থাকা ১৬ বাংলাদেশি জেলেকে বিজিবি ফেরত এনেছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫