|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৪ অপরাহ্ণ

যমুনা সেতুর টোল আদায়ে নতুন অধ্যায়: ১৫ কোটি টাকা সাশ্রয়


যমুনা সেতুর টোল আদায়ে নতুন অধ্যায়: ১৫ কোটি টাকা সাশ্রয়


ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-


দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতুর টোল আদায় ও পরিচালনার দায়িত্ব নতুন প্রতিষ্ঠানের হাতে। দরপত্র প্রক্রিয়ায় চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন কোম্পানি সর্বনিম্ন দর প্রদান করে এই দায়িত্ব পেয়েছে। প্রাক্কলিত মূল্যের চেয়ে ২০.২১% কম দরে ৫ বছরের জন্য সেতুর টোল আদায় ও পরিচালনা করবে তারা।

 

১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে নতুন ঠিকাদারের কার্যক্রম শুরু হয়েছে। যানজট কমাতে প্রথম দিন থেকেই ফাস্ট ট্যাকের সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা সেদিন সেতু পরিদর্শন করেছেন।
 

এই পরিবর্তনের ফলে সরকার ১৫ কোটি ১১ লাখ ৩৩ হাজার ১১৭ টাকা সাশ্রয় করতে পারবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) আলতাফ হোসেন সেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিজেই বঙ্গবন্ধু সেতুর টোল আদায় করে আসছিল। ৬ বছর পর এবার এই দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫