মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে: সংস্কৃতি উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও লেখেন, “গত কয়েকদিন ধরে জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগের কিছু অংশ অনলাইনে মানবেন্দ্র ঘোষকে লক্ষ্য করে আক্রমণের উসকানি দিয়ে আসছিল, তথাকথিত ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’। হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”
ফারুকী বলেন, “বাংলাদেশ সদ্য এক অনন্য মৈত্রীর উৎসব পার করল—পাহাড় থেকে সমতলজুড়ে ছড়িয়ে পড়েছিল এই উৎসবের আবেশ। এর ঠিক পরেই এই হামলা আমাদের স্মরণ করিয়ে দিলো, ‘জুলাই’ এখনো সক্রিয়। তবে তারা জানে না, বাংলাদেশের মানুষ এই জুলাইকে বুকেই ধারণ করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণের ঐক্যের কাছে এই অপশক্তি তুচ্ছ।”
উল্লেখ্য, পহেলা বৈশাখে এক ফ্যাসিস্ট নেতার মুখাকৃতি তৈরি করার সন্দেহে মানিকগঞ্জের গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মানবেন্দ্র ঘোষের পরিবারের সদস্যরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫