|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৩ ০৫:৩০ অপরাহ্ণ

স্প্যানিশ-বাংলা ফুটবল অভিধানের মোড়ক উন্মোচন


স্প্যানিশ-বাংলা ফুটবল অভিধানের মোড়ক উন্মোচন


বাংলাদেশে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগার জনপ্রিয়তা ব্যাপক। বিশেষ করে দেশটির দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অগণিত সমর্থক রয়েছে। সেসব সমর্থকদের জন্য লা লিগা ও ঢাকায় অবস্থিত স্প্যানিশ দূতাবাস তৈরি করেছে একটি অভিধান। যার নাম দেওয়া হয়েছে 'স্প্যানিশ-বাংলা ফুটবল অভিধান।

আজ মঙ্গলবার স্প্যানিশ দূতাবাসে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মূলত এই অভিধানে লা লিগার সবগুলো ক্লাব এবং ফুটবলের নানাবিধ বিষয় সম্পর্কে স্প্যানিশ থেকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। এই বই তৈরিতে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইন্সটিটিউটের স্প্যানিশ বিভাগের শিক্ষক আমপারো পোর্তো।


গত ১২ বছর ধরে আমপারো পোর্তো এখানে স্প্যানিশ ভাষার শিক্ষা দিচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো বেনিতেজ সালাস, লা লিগা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক হোসে আন্তোনিও ক্যাসাজা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫