চট্টগ্রামে মাতব্বর খেয়া ঘাটের বেহাল দশা, সিটি করপোরেশনের নজর নেই ৫ বছরেও

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের জুলধা সাইটের মাতব্বর খেয়া পারাপার ঘাট দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। টানেল চালু হওয়ার আগে ও পরেও প্রতিদিন চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা, বাঁশখালী, পটিয়া ও কর্ণফুলীসহ আশপাশ এলাকার হাজারো মানুষ এই ঘাট ব্যবহার করে পারাপার হলেও গত চার বছরেরও বেশি সময় ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা ঘাটটির দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো নজর নেই।
স্থানীয় যাত্রীরা অভিযোগ করে জানান, ঘাটের অবকাঠামো ভেঙে পড়লেও ভাড়া বরং বেড়েছে। আগে পারাপার ভাড়া ছিল ১৫ টাকা, এখন তা বেড়ে ২০ টাকা করা হয়েছে। এমনকি গত ঈদুল আজহা ও ছুটির সময় ভাড়া ৩০ টাকা পর্যন্ত নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সিটি করপোরেশনের এক সিনিয়র কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি ফোন কেটে দেন।
অন্যদিকে ঘাট ইজারাদার লালু সওদাগর জানান, “এখানে ইজারাদার একাধিক জন। কে আসল, কে নামমাত্র—সে হিসাব কেউ করে না। ঘাটের অবস্থা যেমনই হোক, ভাড়া কমবে না।”
যাত্রীদের আরেকটি গুরুতর অভিযোগ হলো, যেখানে সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী এক নৌকায় সর্বোচ্চ ১৫ জন যাত্রী নেওয়ার কথা, সেখানে বাস্তবে ৫০ থেকে ৮০ জন পর্যন্ত যাত্রী তোলা হয়। ফলে বাড়তি ভাড়া, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫