|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ০৪:৪৪ অপরাহ্ণ

শেরপুরে অবৈধ যান চলাচল রোধে অভিযান: ৩০ মামলা


শেরপুরে অবৈধ যান চলাচল রোধে অভিযান: ৩০ মামলা


ঢাকা প্রেস,শেরপুর প্রতিনিধি:-
 

শহরের গুরুত্বপূর্ণ একটি মোড়ে অবৈধ যান চলাচল রোধে যৌথ বাহিনীর অভিযানে একদিনে ৩০টি মামলা হয়েছে।
 

আজ সোমবার, খোয়ারপাড় শাপলা চত্বরের মোড়ে অবস্থান করে যৌথ বাহিনী সকল ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই করছে। এই মোড়টি শেরপুর, জামালপুর এবং কুড়িগ্রাম জেলার মধ্যে যোগাযোগের একটি প্রধান পথ হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে।
 

এই অঞ্চলটি সীমান্তবর্তী হওয়ায় অবৈধ পণ্য ও মাদক চোরাচালানের জন্যও এই রাস্তাটি ব্যবহৃত হয়। এই ধরনের অবৈধ কার্যকলাপ রোধ করতে এবং সড়ক পরিবহন ব্যবস্থাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এই অভিযান চালানো হচ্ছে।
 

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, আজকের অভিযানে কাগজপত্র না থাকায় ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি যানবাহন লাইসেন্সবিহীন ছিল এবং ১৪ জন মোটরসাইকেল চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।
 

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও বিআরটিএ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর ১৩ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও এই অভিযানে উপস্থিত ছিলেন।
 

এই অভিযানের মূল উদ্দেশ্য হলো সড়ক পরিবহন ব্যবস্থাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখা, অবৈধ যান চলাচল রোধ করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা।
 

এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

এই অভিযান সড়ক পরিবহন ব্যবস্থাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে, দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সচেতনতা সৃষ্টি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকরী তদারকি অত্যন্ত জরুরী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫