ভোলাই এখন ইলিশের আসল ঠিকানা: মৎস্য উপদেষ্টা

ঢাকা প্রেস
ভোলা সদর প্রতিনিধি:-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মঙ্গলবার (২২ অক্টোবর) ভোলায় এক সভায় ঘোষণা করেছেন যে, ইলিশ মাছের প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে এখন ভোলাকেই বিবেচনা করা হবে। তিনি বলেন, "আজ থেকে ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ভোলা।"
ভোলা সদরের মেঘনা তীরবর্তী ভোলারখাল নামক বালুর মাঠে আয়োজিত এই সচেতনতা সভায় তিনি আরও বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের জলসীমায় অন্য দেশের জেলেদের মাছ ধরার কোনো অধিকার নেই। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
জেলেদের কল্যাণে সরকার দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করবে বলেও জানান মৎস্য উপদেষ্টা। তিনি বলেন, ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের একটি মূল্যবান সম্পদ এবং যে জেলায় ইলিশ উৎপাদন হয়, সেই জেলার মানুষ আর গরিব থাকবে না।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহাপরিচালক জিল্লুর রহমানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এই সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫