তোমাদের সাহসে জেগে আছি আমরা......

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধা প্রেসক্লাব র্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। সকালে সাংবাদিকদের একটি র্যালি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে পৌর পার্কের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে নিজস্ব মিলনায়তনে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে আলোচনা সভা, তোমাদের সাহসে জেগে আছি আমরা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন, একাত্তরের বীর শহীদ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম। যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান ও জাভেদ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, প্রেসক্লাবের উপদেষ্টা কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল চক্রবর্তী, গোলাম রব্বানী মুসা প্রমুখ।
বক্তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসম সাহসী যোদ্ধারা সাধারণ মানুষের মুক্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫