|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০১:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০৩:১৮ অপরাহ্ণ

হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে কুড়িগ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি


হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে কুড়িগ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুটি। ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধান ও ভুট্টা ক্ষেত ।
 

শনিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হঠাৎ ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
 

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
 

কুড়িগ্রাম জেলা সদরের পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, খামার বাড়ি, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
 

অপরদিকে কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রাম রেল স্টেশনের ওপরের তলার গ্লাস ও জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তলায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে গেছে। এ সময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা।


কুড়িগ্রাম জেলা সদরের মোগলবাসা ইউনিয়নের দছিরমূদ্ধি এলাকার কৃষক সামিউল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে দুই একর জমির ধান নুইয়ে পড়েছে ।
 

কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর জানান, গতকালের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে ঝড় হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি ।
 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কালবৈশাখী ঝড়ে এ জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এ অফিসের অনেক গাছপালা উপড়ে পড়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫