|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৫ ০৩:২০ অপরাহ্ণ

৯ মাস ধরে আলবেনিয়ার কারাগারে সাবেক পুলিশ কর্মকর্তা সোহেল রানা


৯ মাস ধরে আলবেনিয়ার কারাগারে সাবেক পুলিশ কর্মকর্তা সোহেল রানা


রাজধানীর বনানী থানার সাবেক পরিদর্শক এবং আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা গত ৯ মাস ধরে আলবেনিয়ার কারাগারে রয়েছেন। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটিতে তিনি রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
 

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আলবেনিয়ার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন
 

তিনি জানান, “সোহেল রানা বর্তমানে আলবেনিয়ার কারাগারে বন্দি আছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আলবেনিয়ার এনসিবির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তারা আমাদের পাঠানো চিঠিগুলোর কোনো জবাব দেয়নি।”
 

আলবেনিয়ায় আশ্রয়ের আবেদনে সোহেল রানা দাবি করেছেন, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজন এবং রাজনৈতিক কারণে দেশ ছেড়েছেন। তার ভাষায়, বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।
 

ঢাকায় মানি লন্ডারিং, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকার গ্রাহক অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসব মামলার পর ২০২১ সালের ২ সেপ্টেম্বর তিনি দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান।
 

ভারত থেকে নেপালে যাওয়ার চেষ্টা করার সময়, পরদিন পশ্চিমবঙ্গের কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তিনি গ্রেপ্তার হন। সেখানে অনুপ্রবেশের মামলায় তার দুই বছরের কারাদণ্ড ও ৪০ হাজার রুপি জরিমানা হয়।
 

কারাভোগের সময় ‘শারীরিক অসুস্থতা’ দেখিয়ে তিনি গত বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান এবং এরপর লাপাত্তা হয়ে যান। পরে ভারত থেকে পালিয়ে পর্তুগাল হয়ে আলবেনিয়ায় পৌঁছে গত ১ ফেব্রুয়ারি সেখানে আবারও গ্রেপ্তার হন এবং বর্তমানে সেখানেই কারাগারে বন্দি আছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫