৯ হাজার সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক পাচার কালে আটক ১
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের রৌমারী থেকে একটি ট্রাকে করে অবৈধভাবে ঢাকায় পাচারকালে বিনামূল্যে বিতরণের সরকারি প্রায় ৯ হাজার বই জব্দ করেছে শেরপুর সদর থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে এসব বইসহ ট্রাকটিকে আটক করে।
এ সময় মাইদুল ইসলাম (৩২) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। বৃহস্পতিবার সকালে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যবই গোপনে ঢাকায় পাচার করা হচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ট্রাকভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করা হয়। পরে ট্রাক ও বইসহ মাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ট্রাকের চালক চরশেরপুর ইউনিয়নের নাজিরাগারা এলাকার আব্দুস সামাদের ছেলে সজল মিয়া (২২) জানান, কুড়িগ্রামের রৌমারী সি জি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল তার। তবে তারা বইয়ের কোনো চালান দিতে পারেনি। পরে ট্রাকটি নিয়ে মালিকের কথামতো শেরপুরের ধাতিয়াপাড়ায় রাখলে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সরকারি বিনামূল্যের বই পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার বইসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অনুসন্ধান চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫