|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৬:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৩ অপরাহ্ণ

নেতানিয়াহু-ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে


নেতানিয়াহু-ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে


অনলাইন ডেস্ক:-


ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে। স্থানীয় সময় রোববার বিকেলে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে প্রথম বিদেশি নেতা হিসেবে ওয়াশিংটনে পৌঁছান। এই সফরে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

 

নেতানিয়াহুর বিমান অবতরণের পর জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক যা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং সহযোগিতা বৃদ্ধি করবে।
 

এই সফরের সময় নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের অতিথিশালা ব্লেয়ার হাউজে অবস্থান করবেন। তিনি বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কংগ্রেসের উচ্চপদস্থ সদস্যদের সঙ্গেও।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫