|
প্রিন্টের সময়কালঃ ০৪ মার্চ ২০২৫ ০৭:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৬:০৯ অপরাহ্ণ

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান


নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান


ঢাকা প্রেস
আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহা. আজিজুর রহমান। 

 


 

আজ সোমবার (২৭ জানুয়ারি) তিনি গ্রন্থাগারিক হিসেবে যোগ দেন। এর আগে ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন সিন্ডিকেটে রিপোর্ট করা সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ এর ১১(১০) ধারা মোতাবেক বর্তমান গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ মো: জালাল উদ্দিনকে অব্যাহতি প্রদান পূর্বক একই দপ্তরে কর্মরত অতিরিক্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ ২৬/০১/২০২৫ তারিখ হতে কার্যকর হবে। এই দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক আপনি সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
 

এসম্পর্কে ড. মোহা. আজিজুর রহমান বলেন, আমি যোগদান করেছি। গ্রন্থাগারিক হিসেবে আজ আমার প্রথম কর্মদিবস। বেশ কিছু পরিকল্পনা আছে। গ্রন্থাগারের আধুনিকায়ন,  সেবা বৃদ্ধি ও নান্দনিকতা নিয়ে কাজ করবো। ই-রিসোর্স বৃদ্ধি ও তথ্যসেবা প্রদান আমার অন্যতম লক্ষ্য। গ্রন্থাগারের ৩য় তলায় আলাদা করে পত্রিকা পড়ার সুযোগ তৈরির পাশাপাশি একটি নামাজ ঘরও করবো। ৫ ফেব্রুয়ারি গ্রন্থাগার দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছি। এটি নজরুল বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মতো আয়োজিত হবে। গ্রন্থাগারকে ঢেলে সাজাতে চাই। শিক্ষক- শিক্ষার্থীদের পরামর্শ চাচ্ছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে গ্রন্থাগারকে ভিন্নরুপে দেখতে পারবেন সবাই। সবার সহযোগিতা একান্ত কাম্য।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫