বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি

বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক জুলাই-আগস্ট বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচি গ্রহণ উপলক্ষে ঢাকায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকাস্থ সদস্যদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বৈঠকে উপস্থিত ছিলেন—
নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ছানাউল্লাহ আমেনী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা মুর্শেদুল আলম সিদ্দীক প্রমূখ ।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে —
১১ জুলাই শুক্রবার: দেশব্যাপী দোয়া দিবস এবং শহীদদের কবর জিয়ারত।
১৮ জুলাই শুক্রবার: জুলাই-আগস্ট গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল।
৫ আগস্ট সোমবার: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালি।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠনসমূহ— বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ শ্রমিক মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস— মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
খেলাফত ছাত্র মজলিস শহীদদের জীবনী প্রকাশ, ডকুমেন্টারি প্রচার, স্মৃতিচারণ অনুষ্ঠান ও অনলাইন পডকাস্টসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন আয়োজন পরিচালনা করবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫