তোশাখানা দুর্নীতি মামলায় ছাড় পাচ্ছেন না ইমরান খান

তোশাখানা দুর্নীতি মামলার ফৌজদারি কার্যক্রম স্থগিত করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বুধবার (২৬ জুলাই) এ আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তোশাখানায় সাধারণত বিদেশি কর্মকর্তাদের দেওয়া উপহার সামগ্রী রাখা হয়। মামলায় অভিযোগে বলা হয়েছে, তোশাখানা থেকে পাওয়া উপহারের তথ্য গোপন করেছিলেন ইমরান খান।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় থাকা ইমরান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বেচা-কেনার অভিযোগ রয়েছে। উপহারগুলোর মূল্য দেখানো হয়েছে ৬ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার।
গত মে মাসে একটি ট্রায়াল কোর্ট মামলা চ্যালেঞ্জ করে ইমরান খানের আবেদন প্রত্যাখ্যান করেন। পাশাপাশি পিটিআই প্রধানের বিরুদ্ধে উপহার সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।
এদিকে জিও নিউজের খবরে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) এই মামলার বিরুদ্ধে আবেদন প্রত্যাখ্যান করার পর সুপ্রিম কোর্টে যান ইমরান খান।
এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন গত বছরের ২১ অক্টোবর তোশাখানা মামলায় ইমরান খানকে ‘মিথ্যা বিবৃতি ও ভুল ঘোষণা’ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করে।
ক্রিকেট থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান। সন্ত্রাস, সহিংসতা, ব্লাসফেমি, দুর্নীতি এবং হত্যার মতো ১৪০টির বেশি মামলার মুখোমুখি হয়েছেন তিনি। গত বছরের এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছিলেন রাজনীতিবিদ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫