দেবিদ্বারে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নাজমুলের মর্মান্তিক মৃত্যু
আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ-
কুমিল্লার দেবিদ্বারে মালবাহী লরির চাপায় নাজমুল হাসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল উপজেলার এলাহাবাদ বাজারের মুদি ব্যবসায়ী মো. নজরুল ইসলামের বড় ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মিরপুর হাইওয়ে থানা ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল সার্ভিসিং করে নাজমুল বিকেল তিনটার দিকে কুমিল্লা শহর থেকে দেবিদ্বারের উদ্দেশ্যে রওনা দেন। পথে লক্ষীপুর মোড়ে পৌঁছালে একটি মালবাহী লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন এবং মুহূর্তের মধ্যে লরির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত লরি ও মোটরসাইকেল জব্দ করে। তবে লরিচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মিরপুর হাইওয়ে থানা ও দেবিদ্বার থানার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ঘটনাস্থল থেকে লরি, মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নাজমুলের মৃত্যুতে এলাহাবাদ বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশ করেছেন। এলাকায় নেমে এসেছে এক শোকাবহ নীরবতা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫