ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে সময় বন্ধ থাকবে যান চলাচল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের সংস্কারকাজের কারণে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার আড়াই ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে। এরই মধ্যে আজ ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ ছিল। বুধবারও ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল।
চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকোশলী পিন্টু চাকমা বলেন, মঙ্গল ও বুধবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকার কথা বলা হয়েছে।যান চলাচল বন্ধের কারণ হিসেবে পিন্টু চাকমা বলেন, সীতাকুণ্ডে অংশের সলিমপুর ইউনিয়নে পাকা রাস্তার মাথা এলাকায় নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসব দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্রনাথ সংবাদমাধ্যমকে জানান, ইউটার্ন নির্মাণ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য আড়াই ঘণ্টা করে দুদিনে ৫ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। তবে সময় যেন বেশি না লাগে, সেজন্য লোকবল বাড়িয়ে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫