ইংল্যান্ডের একাদশে অভিষেক হতে যাচ্ছে পেসার জস টাংয়ের

আগামীকাল বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। আইরিশদের বিপক্ষে খেলছেন না অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন। তাই ইংল্যান্ডের হয়ে অভিষেক হতে যাচ্ছে তরুণ পেসার জস টাংয়ের।
এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে ১১ উইকেট নিয়েছেন টাং। এর মধ্যে স্টিভেন স্মিথের উইকেটও রয়েছে। এ পর্যন্ত ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টাং শিকার করেছেন ১৬২টি উইকেট, গড় ২৬.০৪। ইংল্যান্ড একাদশে জায়গা পেয়ে উচ্ছ্বসিত টাং, ‘সত্যিই অসাধারণ অনুভূতি হচ্ছে।
ভাষা হারিয়ে ফেলেছি। যখন আমি দলে প্রথম ডাক পাই তখনো এমন অনুভূতি হয়েছিল। এখন আমি সেরা একাদশে জায়গা পেলাম। আসলে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।’
ইংল্যান্ডের একাদশ : বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ম্যাথিউ পটস, জশ টাং ও জ্যাক লিচ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫