ঢাকা ক্লাবের বিশেষ সাধারণ সভা স্থগিত করেছেন হাইকোর্ট

ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার এ আদেশ দেন।
ঢাকা ক্লাবের ইজিএম আজ শনিবার (২০ মে) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ২৯ এপ্রিল ইজিএমের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ কোম্পানি আইনে হাইকোর্টে আবেদন করেছিলেন।
আদালতে শওকত আজিজের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ ও আইনজীবী কাজী আখতার হোসাইন। আদেশের বিষয়টি জানিয়ে কাজী আখতার হোসাইন আজ প্রথম আলোকে বলেন, ইজিএমের আলোচ্যসূচিতে আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি ছিল। অযৌক্তিক আলোচ্যসূচি নিয়ে সদস্যদেরও আপত্তি ছিল। ইজিএমের নোটিশ নিয়ে কোম্পানি আইনের ৮৫(৩) ও ৮৫(১) ধারায় শওকত আজিজ হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ওই ইজিএম নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫