|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৩২ অপরাহ্ণ

রাজউকের বুলডোজারে ভেঙে পড়ল খিলগাঁও-রামপুরার অবৈধ স্থাপনা


রাজউকের বুলডোজারে ভেঙে পড়ল খিলগাঁও-রামপুরার অবৈধ স্থাপনা


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) খিলগাঁও-রামপুরা এলাকায় অবৈধ স্থাপনা অপসারণ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
 

অভিযানে খিলগাঁও বাজার এলাকার রাস্তার পাশে নির্মিত অবৈধ স্থাপনা, ঝুঁকিপূর্ণ ভবন ও দোকানের সামনের অংশে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। কাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী খিলগাঁও ঈদগাঁও মসজিদ রোড ও পশ্চিম রামপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। নকশাবহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিক একটি ভবনে লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েডে ব্যত্যয় পাওয়া গেছে। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করে, সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়। এছাড়া কয়েকটি ভবন মালিক রাস্তার জায়গা দখল করে র‍্যাম্প নির্মাণ করার তা অপসারণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫