|
প্রিন্টের সময়কালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৭:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০২:০৪ অপরাহ্ণ

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন


১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কয়েক দফায় অনুষ্ঠিত হবে এই সংলাপ।
 

রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গেও সংলাপের সম্ভাবনা রয়েছে।”
 

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। তবে গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে ইসি তাদের সংলাপে আহ্বান জানাচ্ছে না।
 

অন্যদিকে, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের সহযোগী দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আসছে। এসব বিতর্ক ও দাবিদাওয়ার প্রেক্ষাপটে ইসির আসন্ন সংলাপে কোন দলগুলো অংশ নেবে, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা ও সংশয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫