|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০১:১০ অপরাহ্ণ

কুড়িগ্রামে সড়কের নির্মাণ কাজ বিএসএফ বাধায় বন্ধ 


কুড়িগ্রামে সড়কের নির্মাণ কাজ বিএসএফ বাধায় বন্ধ 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 
 

রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে বিজবিকে ডেকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ।
 

স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর মধ্যে সীমান্ত লাগোয়া কিছু দূর রাস্তা খোঁড়াখুঁড়ির সময় বাধা দেয় বিএসএফ। 
 

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু বলেন, রোববার রাতে সড়কটিতে ভেকু দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ করেছিল ঠিকাদারের লোকজন। এসময় সীমান্তবর্তী এলাকা কাঠগীর সরকারি প্রাথমিক বদ্যিালয়ের পেছনে মাটি খোঁড়ার কাজ শুরু করলে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলকার শালমারা দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা দেয়। পরে বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলে বিএসএফ। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক হয়। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।
 

এলজিইডির পাকা সড়ক নির্মাণ কাজের ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের দুই কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চলছে। এ অবস্থায় সীমান্তের কাছাকাছি আড়াইশ মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাধা দিয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। বিএসএফ-বিজিবির মধ্যে আলোচনা হলে বাকি আড়াইশ মিটারের কাজও করা হবে। তবে এ নিয়ে কোনো উত্তেজনা নেই।
 

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, এ বিষয়ে আপাতত গুরুত্বপূর্ণ কোনো তথ্য নেই। থাকলে পরবর্তীতে জানানো হবে। 
 

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মাহবুর উল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫