|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৮:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৩ অপরাহ্ণ

বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তের ঐতিহ্যবাহী পাথরকালী মিলনমেলা


বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তের ঐতিহ্যবাহী পাথরকালী মিলনমেলা


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী পাথরকালী মিলনমেলা এবার আর অনুষ্ঠিত হচ্ছে না। আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) মিলনমেলা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
 


রবিবার (১ ডিসেম্বর) রাণীশংকৈল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

ঘোষণায় জানানো হয়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই দিন সেখানে না যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
 

প্রতিবছর কুলিক নদীর তীরে রাণীশংকৈল ও হরিপুর উপজেলার চাপাসার-তাজিগাঁও সীমান্ত এলাকার টেংরিয়া গ্রামের গোবিন্দপুরে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দুই দেশের সীমান্তের কাঁটাতারের দুই পাশে প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী-পুরুষ একত্রিত হন।
 

তবে এবার প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা, মারামারি এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
 

এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে মেলা বন্ধ এবং কাঁটাতারের নিকটবর্তী এলাকায় জনসমাগম না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, কয়েক যুগ ধরে হিন্দু ধর্মাবলম্বীরা কুলিক নদীর ধারে কালীপূজা উদযাপন করে আসছেন। এ উপলক্ষে সেখানে বসত মেলা, যা স্থানীয়ভাবে সীমান্তের মানুষের মিলনমেলায় পরিণত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫