|
প্রিন্টের সময়কালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ণ

কারচুপির অভিযোগে ডাকসু নির্বাচন বর্জন করলেন ভিপি প্রার্থী তাহমিনা


কারচুপির অভিযোগে ডাকসু নির্বাচন বর্জন করলেন ভিপি প্রার্থী তাহমিনা


ভোট কারচুপির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী তাহমিনা আক্তার। মঙ্গলবার বিকেলে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, নির্বাচনে ভোটকেন্দ্রগুলো দখল করে কারচুপি চালানো হয়েছে।
 

তাহমিনা আক্তারের দাবি, আগে থেকেই ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে ব্যালট পূরণ করা হয়েছিল। পাশাপাশি নানা কৌশলে জালিয়াতির মাধ্যমে প্রহসনের নির্বাচন আয়োজন করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করা।
 

তিনি বলেন, “আমি এই ভুয়া নির্বাচন বর্জন করছি। শিবিরপন্থী ভিসি ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি অনাস্থা জানাচ্ছি। একইসঙ্গে তাদের পদত্যাগ এবং ঘটনার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫