|
প্রিন্টের সময়কালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০১:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত


গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস

 

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২২ ডিসেম্বর) পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।


সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ এবং খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী।


এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি এবং গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় জোন কমান্ডার পার্বত্য অঞ্চলের মানবাধিকার সংরক্ষণ, আসন্ন জাতীয় নির্বাচনকালীন পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, শিক্ষাসহায়ক কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর নামে অপপ্রচার, গুজব ও ভুয়া আইডি থেকে মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।


সভা শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫