মুক্তিযোদ্ধা কোটা: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সরকারের আবেদন

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সরকারের আবেদন বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে সরকার।
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম বলেন, 'আজ রোববার আপিল বিভাগের চেম্বার জজ আবেদনটির ওপর শুনানি করতে পারেন।' সরকারি আবেদনের বরাত দিয়ে তিনি বলেন, 'সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারেন না।'
এর আগে, গত ৫ জুন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে নবম থেকে ১৩ম গ্রেডে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫