|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মার্চ ২০২৩ ০২:৪৬ অপরাহ্ণ

সৌন্দর্য চর্চায় চা ও কফি


সৌন্দর্য চর্চায় চা ও কফি


সৌন্দর্য চর্চায় কফি ও চায়ের  ব্যবহার আদিকাল থেকেই প্রচলিত। সৌন্দর্য বৃদ্ধিতে কফি ও চায়ের ব্যবহার নিয়ে আজকের এই আলোচনা। মনে রাখবেন, এক কাপ কফি কিংবা চা আপনাকে কেবল সতেজ ও চাঙ্গা করেই তোলে না—এই জনপ্রিয় পানীয় আপনার রূপচর্চায়ও বিভিন্নভাবে সাহায্য করতে পারে। শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টের উৎস কফি। এছাড়া এতে থাকা ভিটামিন ও অ্যাসিডিক উপাদান ত্বকের যত্নে অনন্য। এছাড়া চা-পাতা দিয়ে ত্বকের কালো দাগ, ঠোঁট ফাটা ও চোখের ফোলা ভাব দূর করতে পারেন।

 

কফি দিয়ে ত্বকের জন্য চমৎকার স্ক্রাব ও মাস্ক তৈরি করা যায়। পাশাপাশি চুল উজ্জ্বল করতে এবং চুলের রং ভালো রাখতে কফি সাহায্য করে। অন্যদিকে চা খাওয়ার পরে টি ব্যাগটি ফেলে না দিয়ে এটি ব্যবহার করতে পারেন রূপচর্চায়।

চোখের নিচের ফোলা ভাব দূর করতে কফি গুঁড়ার সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে লাগিয়ে রাখুন। এছাড়া চা-পাতায় থাকা ট্যানিন চোখের ফোলা ভাব দূর করে। একটি টি ব্যাগ পানিতে ভিজিয়ে চোখের ওপরে ১০ মিনিট রেখে দিন। এই নিয়মে নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন।

সমপরিমাণ ওটমিল ও কফি মেশান। এই দুই উপাদানের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ২ মিনিট ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন; এতে ত্বকের ভেতর থেকে ময়লা দূর হবে। তাছাড়া গ্রিন টির পানি ও গোলাপজল মিশিয়ে ঘুমানোর আগে মুখে তুলা দিয়ে লাগিয়ে ভালো মানের ক্রিম লাগালে ত্বক কোমল থাকবে।

রোদের তাপে অনেকের ত্বকে রোদে পোড়া বা সানবার্ন  দেখা দেয়। এক্ষেত্রে—

চকচকে, উজ্জ্বল স্বাস্থ্যকর ত্বক পেতে হলে কফি দিয়ে তৈরি ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। ত্বক টানটান করতে ২ টেবিল-চামচ কফির গুঁড়া, ২ টেবিল চামচ কোকো পাউডার, ৩ টেবিল-চামচ টক দই এবং ১ টেবিল-চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি পুরো ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

 

অলিভ অয়েল মুখে ময়েশ্চারাইজারের কাজ করবে। চায়ের লিকার মুখের তৈলাক্ত ভাব দূর করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। চায়ের লিকারে লেবুর রস মিশিয়ে ত্বকে ছিটিয়ে নিতে পারেন। ২ ব্যাগ ব্যবহূত গ্রিন টি ব্যাগ থেকে চা পাতার সাথে ২ চা চামচ মধু, আধা চা চামচ দই ও লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এই ফেসপ্যাক ত্বক দাগহীন রাখবে।

রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের যত্নে ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে এই টি ব্যাগের জুড়ি নেই। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে চা-পাতা খুব ভালো কাজ করে। চায়ের কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে কয়েকবার ত্বকে চেপে নিন। এভাবে কয়েক দিন ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

ত্বকের মরা কোষ দূর করতে মেশিনে বীন দিয়ে ব্রু করা কফি সরাসরি ত্বকে লাগিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করুন। তারপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাথার ত্বকে ব্যবহার করলে ব্যবহারের ২-৩ মিনিট পর নরমাল শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। এভাবে কফির ব্যবহার আপনার চুল বৃদ্ধিতে ও চকচকে করতে সাহায্য করবে।

অন্যদিকে চা-পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে এরপর ছেঁকে চায়ের পানি একটি স্প্রে বোতলে নিয়ে স্ক্যাল্প এবং চুলে ভালোমতো লাগিয়ে ম্যাসাজ করলে চুলপড়া কমে যাবে। চুলের গোড়াও শক্ত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫