|
প্রিন্টের সময়কালঃ ০১ জুলাই ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৮ অপরাহ্ণ

আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত


আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত


ঢাকা প্রেস নিউজ
 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত হবে।
 

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ তথ্য জানান।
 

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, "জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের, সন্তানের মৃত্যু এবং গণহত্যা সহ্য করতে না পেরে, নিজের ক্ষতি হতে পারে জানলেও আমিরাতে বিক্ষোভ করেছেন। তাদের আত্মত্যাগকে কীভাবে শ্রদ্ধা জানাব, তা আমার জানা নেই। তবে, আমাদের কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলার বিষয়ে আরও সচেতন ও স্বতঃস্ফূর্ত হতে হবে।"
 

তিনি আরও বলেন, "সংযুক্ত আরব আমিরাতের সকল উন্নয়নে বাংলাদেশের প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমিরাতের সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উচ্চতর ভবনগুলোতে বাংলাদেশি শ্রমিকদের ঘামের কষ্ট লেগে আছে। তাই আমরা আশা করি, আমিরাত সরকার পেশাদার দক্ষতা অনুযায়ী আরও বেশি বাংলাদেশিকে নিয়োগের জন্য আন্তরিক হবে। বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের ভিসা প্রক্রিয়া আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।"
 

এসময়, ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, "ড. ইউনূস বিশ্বজুড়ে সম্মানিত এবং তার প্রতি শ্রদ্ধা আকাশচুম্বী। কোনো রাষ্ট্রপ্রধানই তার অনুরোধ ফিরিয়ে দিতে পারে না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ অগ্রাহ্য করতে পারেননি। এজন্য বাংলাদেশের জনগণ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে।"
 

সংবর্ধনা অনুষ্ঠানে, রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি বাংলাদেশিদের জন্য সুখবর দেন। তিনি জানান, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দূর হবে এবং সব ধরনের ভিসা, বিশেষত ভ্রমণ ভিসা, চালু হবে।
 

তিনি বলেন, "বর্তমানে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য আমিরাতে ভিসা বন্ধ রয়েছে। কয়েক বছর আগে যেখানে বাংলাদেশির সংখ্যা ৭-৮ লাখ ছিল, সেখানে বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা ১২ লাখেরও বেশি। যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।"
 

কর্মজীবন শেষে বাংলাদেশকে নিজের সেকেন্ড হোম হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, "মুশফিক আমার বন্ধু। বাংলাদেশের মানুষের জন্য তার সংগ্রাম আমাকে উৎসাহিত করেছে। তার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫