কুড়িগ্রামে গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে জরিমানা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন সোমবার ( ১১ আগষ্ট ) বিকেলে কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময়ে শব্দদূষণের অপরাধে ২টি বাস ও ২টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ৪৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং একইসাথে ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে একটি ট্রাক্টর চালকে বায়ুদূষণ (নিয়ন্ত্রন) বিধিমালা ২০২২ অনুসারে সতর্কতামূলক ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সচেতনার পাশাপাশি এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫