|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৫ অপরাহ্ণ

কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে হামলা: আইএসপিআরের ব্যাখ্যা


কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে হামলা: আইএসপিআরের ব্যাখ্যা


মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে সংঘটিত হামলা সম্পর্কে এক বিবৃতিতে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
 

সোমবার বিকেলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটির ওপর আকস্মিক হামলা চালায়। ঘটনার সূত্রপাত হয় যখন বিমান বাহিনীর চেকপোস্টে এক স্থানীয় ব্যক্তির মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এরপর সমিতিপাড়ার প্রায় দুই শতাধিক স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হলে, বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়।
 

পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বৃদ্ধি পেলে, চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কিছু দুষ্কৃতকারীর সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করলে বিমান বাহিনীর চারজন সদস্য (একজন কর্মকর্তা ও তিনজন বিমানসেনা) আহত হন। এ সময় শিহাব কবির নাহিদ নামে এক যুবক গুরুতর আহত হলে, বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন।’
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিমান বাহিনীর সদস্যরা "Rules of Engagement" অনুযায়ী ফাঁকা গুলি ছোড়ে, তবে জনসাধারণের ওপর কোনোপ্রকার তাজা গুলি ছোড়া হয়নি। স্থানীয় জনগণের ছোড়া ইট-পাটকেলের আঘাতে বিমান বাহিনীর কিছু যানবাহনের কাচ ভেঙে যায় এবং কিছু দুর্বৃত্ত ঝোপঝাড়ে আগুন লাগানোর চেষ্টা করে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।
 

কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে, বিমান বাহিনীর গুলিতে উক্ত যুবক নিহত হয়েছে। কিন্তু প্রচারিত গুলির খোসার ছবির বিশ্লেষণে দেখা যায়, এটি ছিল ফাঁকা গুলির (Blank Cartridge) খোসা, যা প্রাণঘাতী নয় এবং শুধুমাত্র শব্দ তৈরি করে। বাংলাদেশ বিমান বাহিনী নিহত যুবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।’
 

এছাড়াও, আইএসপিআর জানায়, ‘কিছু অনলাইন সংবাদপোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটির নাম "বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা" হিসেবে উল্লেখ করছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যা। ২ ডিসেম্বর ২০২১ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘাঁটির নাম পরিবর্তন করে "বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার" রাখা হয়, যা এখনও বহাল রয়েছে।’
 

বিজ্ঞপ্তির শেষাংশে আইএসপিআর উল্লেখ করে, ‘বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও দেশের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫