|
প্রিন্টের সময়কালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০৮:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ণ

জামালপুর–৩ আসনে রুবেল মিয়ার মনোনয়ন প্রত্যাহার, গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ


জামালপুর–৩ আসনে রুবেল মিয়ার মনোনয়ন প্রত্যাহার, গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ


মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:


জামালপুর–৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী রুবেল মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির মনোনীত এমপি প্রার্থী মোঃ লিটন মিয়া।

 


 

বৃহস্পতিবার বিকেলে রুবেল মিয়ার নিজ বাড়িতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় লিটন মিয়া রুবেল মিয়া ও তাঁর বাবা–মায়ের কাছে দোয়া নেন এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি দলীয় ঐক্য ও ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
 

সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা বলেন, দলীয় স্বার্থে রুবেল মিয়ার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রশংসনীয় এবং এটি দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে।
 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬