|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

ভারতে হযরত মুহাম্মাদ (সা.) এঁর নামে কটূক্তি করার প্রতিবাদে পলাশবাড়ীতে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল


ভারতে হযরত মুহাম্মাদ (সা.) এঁর নামে কটূক্তি করার প্রতিবাদে পলাশবাড়ীতে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল


ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন স্টাফ রিপোর্টার গাইবান্ধা:-

 

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও  বিজেপির সাংসদ নিতেশ নারায়ন রানে কর্তৃক হযরত মুহাম্মাদ (সা.) কে কটুক্তি এবং কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে গাইবান্ধা পলাশবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

হেফাজতে ইসলাম বাংলাদেশ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পলাশবাড়ী উপজেলার শাখার সভাপতি হাফেজ মাও. শাহ আলম ফয়াজী, সাধারণ সম্পাদক হাফেজ মাও. আসাদুজ্জামান আসাদ, ইমাম ওলামা পরিষদের সভাপতি মাও. সাদেকুল ইসলাম, জামায়াত নেতা আবু তালেব সরকার, হাফেজ মাও. মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত আন্দোলন মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাকদুসুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক মো. মুনছুর আলী, হেফাজত ইসলামের নেতা মুফতি মাহাবুবুর রহমান, মুফতি আজহারুল ইসলাম, মুফতি এনামুল হক, হাফেজ মাও. আতিকুর রহমান ও আতিক হাসান প্রমুখ। 
সমাবেশে বক্তারা বলেন, কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) কে অপমান করা মানবতাবাদী আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যারা কটূক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না। ভারতীয় পুরোহিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বক্তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানান।

 

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫