জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বাংলাদেশ জাসদের
জামায়াতে ইসলামীর একটি সাম্প্রতিক কর্মসূচিতে দলটির সাবেক এমপি শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ। এ ঘটনায় তাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, সংশ্লিষ্ট কর্মসূচিতে শাহজাহান চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন— “নির্বাচনকে কেন্দ্র করে পাশের দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে, আর প্রশাসনের সবাইকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে— তারা আমাদের কথায় উঠবে-বসবে।” বাংলাদেশ জাসদের মতে, এ বক্তব্য শুধু নির্বাচনব্যবস্থার প্রতি ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জই নয়, বরং দেশের সংবিধান, সার্বভৌমত্ব, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এক ভয়াবহ উসকানি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রকাশ্য স্বীকারোক্তি।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের মন্তব্য অবৈধ অর্থ ও অস্ত্রের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে বিপর্যস্ত করার হুমকি, যা দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ, মৌলবাদ ও বিদেশি প্রভাব বৃদ্ধির এক নীলনকশা হিসেবে বিবেচিত। প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রকাশ্য আহ্বান রাষ্ট্রবিরোধী অপরাধ, নির্বাচনবিরোধী ষড়যন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্বল করার অপচেষ্টার শামিল।
বাংলাদেশ জাসদ নেতারা বলেন, “আমরা শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং তাকে রাষ্ট্রদ্রোহ, নির্বাচনে ষড়যন্ত্র, অবৈধ অর্থ ও অস্ত্র আমদানির হুমকি এবং প্রশাসনকে দুর্নীতির দিকে প্ররোচিত করার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করার দাবি জানাই।”
নেতারা আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশে নির্বাচন হতে হবে জনগণের অংশগ্রহণে, সংবিধানের আলোকে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তত্ত্বাবধানে। কোনো বিদেশি শক্তি, সন্ত্রাস, বস্তাভর্তি টাকা বা ষড়যন্ত্রের ছায়া এই নির্বাচনী প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নয়। যারা রাষ্ট্রের আইন, সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অসম্মান করে ষড়যন্ত্রের রাজনীতি করছে, তারা দেশের ও গণতন্ত্রের শত্রু— বলে বিবৃতিতে উল্লেখ করেন বাংলাদেশ জাসদ নেতারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫