|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুন ২০২৪ ০১:০৩ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার জয়, ওমানের চেষ্টাও প্রশংসার দাবিদার


অস্ট্রেলিয়ার জয়, ওমানের চেষ্টাও প্রশংসার দাবিদার


ওমানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে ওমানের ইনিংস। তাতে ৩৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার মতো দলকে ১৬৫ রানে থামানোর কৃতিত্ত অবশ্য ওমানের বোলাররা পাবেই। অবশ্য ওমানের জন্য ১৬৫ রানের লক্ষ্যটা বেশ কঠিন। আর যেখানে স্টার্ক, হ্যাজেলউড ও জাম্পার মতো বোলিং লাইন আপ রয়েছে সেখানে এই রানটা পাহাড়সম হয়ে দাঁড়ায়। যদিও শেষ দিকে লড়াই করেছে ওমান।


ইনিংসের প্রথম ওভারেই প্রতীক আথাভালের উইকেট হারিয়ে বিপদে পড়ে ওমান। স্টার্কের বল বুঝতে না পেরে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ওপেনার। এরপর ইলিয়াসকে নিয়ে জুটি বাধেন আরেক ওপেনার প্রজাপতি। তবে তাদের জুটিও বেশিদূর এগোয়নি। দলীয় ২৩ রান নাথান এলিসের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন প্রজাপতি।


এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। আয়ান খানের ব্যাট থেকে সর্বোচ্চ ৩৬ রান আসে। এছাড়াও, মেহরান খান ১৬ বলে করেন ২৭ রান। ওমানের হয়ে মাত্র চারজন দুই অঙ্কের রান পার করতে পেরেছেন।


অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ৩ ওভারে ১৯ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। এছাড়াও স্টার্ক, এলিস এবং জাম্পা দুইটি করে উইকেট পেয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এদিন ৩০০ উইকেট পার করেছেন অজি স্পিনার জাম্পা। ব্যাট হাতে অপরাজিত ৬৭ এবং বল হাতে ৩ উইকেট নেয়ায় ম্যাচসেরার পুরষ্কার উঠেছে মার্কাস স্টয়নিসের হাতে।


এর আগে ওমানের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতে বিপদে পড়লেও পড়ে ওয়ার্নার ও স্টয়নিসের জোড়া অর্ধশতকে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানের পুঁজি পায় অজিরা। এদিন অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে উঠেছেন ডেভিড ওয়ার্নার। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওমানের  এই খেলাটুকু  প্রশংসার দাবী রাখে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫