টাংগাইলে টিচার্স ফোরামের ইফতার ও দুআ মাহফিল অনুষ্ঠিত।

সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি (টাংগাইল):-
টাংগাইলের বঙ্গের আলিগড় খ্যাত সরকারি সা'দত কলেজ, করটিয়ার সাবেক শিক্ষার্থী যারা এখন শিক্ষকতা পেশায় নিয়োজিত তাদের নিয়ে গঠিত "টিচার্স ফোরাম টাংগাইল" একটি বৃহৎ শিক্ষক সংগঠন।
১৭-০৩-২০২৫,সোমবার টাংগাইলের সরকারি ফজিলাতুন্নেছা মুজিব কলেজের অডিটোরিয়ামে টিচার্স ফোরাম টাংগাইলের ইফতার ও দুআ মাহফিল অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমান সরকারি এমএমআলি কলেজের অধ্যক্ষ জনাব আসাদুজ্জামান, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব কলেজের অধ্যক্ষ জনাব তাহমিনা জাহান, টিচার্স ফোরামের সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমানসহ টিচার্স ফোরাম টাঙ্গাইলের অন্যান্য শিক্ষকবৃন্দ। ইফতারের পূর্বে পরিচিতিমুলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেশিরভাগ বক্তা এই সংগঠটিকে বাংলাদেশের একটি শক্তিশালি ও দীর্ঘমেয়াদি সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটিতে সবাইকে শুভেচ্ছা উপহার প্রদান করে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং "স্পন্দন" টাংগাইল শাখা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫