|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০১:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

মাইলফলক ছুঁয়ে জয় তুলে নিলেন রোনালদো


মাইলফলক ছুঁয়ে জয় তুলে নিলেন রোনালদো


শুক্রবার (১৫ মার্চ) রাত ১টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল নাসর ও আল আহলি। ম্যাচটিতে ১-০ গোলে জয় তুলে নিয়েছে আল নাসর। জয়সূচক একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেছেন রোনালদো। আল নাসরের জার্সিতে সবমিলিয়ে এটি রোনালদোর ৫০তম গোল। এছাড়া সৌদি প্রো লিগের ২৩তম গোল ছিল আহলির বিপক্ষে। এই গোলের মাধ্যমে রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৭৫১তম গোল পূর্ণ হলো। 


ম্যাচটিতে শুরু থেকেই নাসরের খেলোয়াড়দের ওপরে চড়াও ছিলেন আহলির খেলোয়াড়রা। শুরু থেকেই ফাউল করতে দেখা যায়। পরিণামে ৬৩ মিনিটে পেনাল্টি পায় নাসর। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এরপরে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় পায় সিআরসেভেন বাহিনী। এ দিন খেলার ৪১ মিনিটে ডি-বক্সের মধ্য থেকে গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিকে বোকা বানিয়ে কঠিন পজিশন থেকে বল জালে জড়িয়েছিলেন রোনালদো। রোনালদোর গোলটিকে রেফারি অফসাইডের কারণে বাতিল করে দেন।


৫৬ মিনিটে আহলির ব্রাজিল তারকা ফিরমিনোও একটি গোল করেন। কিন্তু সেটিও বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ৬৩ মিনিটে সামি আল-নাজেইকে ডি-বক্সের মধ্যে ফাউল করে বসেন আহলির ডিফেন্ডার ইবানিয়েজ। তাতে পেনাল্টি পেয়ে যায় আল নাসর। নাসর জয় পেলেও দলটি পয়েন্ট  টেবিলের দুইয়ে থাকবে। কারণ শীর্ষে থাকা আল হিলাল থেকে এখনও রোনালদো বাহিনী ৯ পয়েন্টে পিছিয়ে রয়েছে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫