সোনাহাট সেতু দিয়ে ৩৬ ঘন্টা পর যানচলাচল শুরু

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
৩৬ ঘণ্টা পর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের ওপর দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকে ব্রিজের ওপর দিয়ে যানচলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সোনাহাট বেইলি সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে যায়। এ অবস্থায় ছোট ছোট যানবাহন চলাচল করতে পারলেও দুইদিকে কয়েকশ ভারী যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় ওই পথে যাতায়াতকারীদের।
এর আগে, গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক সোনাহাট সেতুর পূর্ব প্রান্তে উঠলে ব্রিজের পাটাতন ভেঙে যায়।
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, সেতুটি অতি পুরোনো। মূলত ওভার লোডের কারণে বার বার এরকম সমস্যা সৃষ্টি হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫